Laragon – New, Modern & Powerful Local Server

কেমন হবে যখন আপনার কনো প্রজেক্ট লোকালি রান করানোর জন্য কষ্ট করে host ফাইল আর httpd-vhosts.conf ফাইলে নতুন লাইন এড করা লাগবে না Virtual Host বানানোর জন্য। অথবা কনো নতুন পিসি তে ইনস্ট্যান্ট প্রোজেক্ট রান দেওার জন্য কষ্ট করে Xampp সেটআপ দিতে হবে না। কিংবা PHP ভার্সন এর জন্য আর হাজারটা Xampp সেটআপ দিতে হবে না।

হ্যাঁ উপরের সব কিছুই এখন সম্ভব নতুন একটি লোকাল ওয়েব সার্ভার সফটওয়্যার Laragon  দিয়ে।

Laragon এর ডাউনলোড লিঙ্কঃ https://laragon.org/download/

প্রায় সব প্লাটফর্ম এর জন্যই রয়েছে Laragon। PHP এর জন্য রয়েছে এর Portable Version । অর্থাৎ ইনস্ট্যান্ট কোনো নতুন পিসি তে অনায়াসে ইউস করতে পারবেন কুইক কোনো কাজ সেরে ফেলার জন্য।

 

     

রয়েছে A-Z প্রপার ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন পাবেন এখানেঃ https://laragon.org/docs/index.html

Laragon এর অসাধারন Features:

  1.   Pretty URLs: এটি মূলত Virtual Host বানানোর করার জন্য। আপনাকে আর কষ্ট করে httpd-vhosts.conf মত কোনো ফাইল অথবা host ফাইল এডিট করতে হবে না। সকল প্রজেক্ট এর জন্য এক ক্লিকেই আপনাকে auto Virtual Host বানিয়ে দিবে।(ie. www.hello.dev)

 

  1.   Quick create: এই feature এর মাধ্যমে পাওয়া যাবে ১ ক্লিকে বিভিন্ন CMS(ie. WordPress, Prestashop) এবং বিভিন্ন Framework(ie. Laravel, CakePHP) সেটআপ করে নেওয়ার সুবিধা।

 

  1. PHP Version Change: Laragon ইউস করলে আর প্রোজেক্ট এর PHP Version নিয়ে চিন্তাই করতে হবে না। খুব সহজেই Setting থেকে অ্যাড করে নেওয়া যাবে দরকারি PHP Version টি। আবার যখন খুশি তখন এক ক্লিকেই change করে নেওয়া যাবে প্রয়োজনীয় PHP Version.

 

  1. Mail Sender: এই feature টি দিবে Local Mail Server এর সুবিধা। অর্থাৎ আপনার Mail যাচ্ছে কি যাচ্ছে না এইটি আপনার লোকালে থাকা প্রোজেক্ট  থেকেই টেস্ট করে নিতে পারবেন সহজেই।

 

উপরের এই আকর্ষণীয় Features এর পাশাপাশি রয়েছে আরও অনেক সুবিধাঃ
\https://laragon.org/docs/#Features

Laragon এর একটি ছোটো সীমাবদ্ধতা:

এতো সব সুবিধার আরালে Laragon এর ছোটো একটি সীমাবদ্ধতা হচ্ছে এটি শুধুমাত্র Windows ইউসাররা ইউস করতে পারবে এখন। এখনো এটির কোনো Linux/Mac Version আসে নাই। তাই Linux OS/ MACOX ইউসারা এটির স্বাদ এখন নিতে পারবে না। যেহেতু Open Source সেহেতু আশা করা যায়, খুব তাড়াতাড়ি-ই এটির Linux/Mac Version বের হবে।

 

   

Post by Abid Hasan

3 Responses to Laragon – New, Modern & Powerful Local Server

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *